কুরবানী।
কলমে- পারু চৌধুরী।
এলো এলোরে কুরবানী
নিয়ে এলো ত্যাগের বানী।
কুরবানী মানে তাকওয়া
খোদার ভীতি অর্জন
মনের পশুত্ব কে বর্জন।।
কুরবানির খুশি এলো সবার ঘরে ঘরে
ত্যাগের মশাল জালাও অন্তরে।
কুরবানির খুশি যদি পেতে চাও
গরীব কে বিলিয়ে তবে নিজে খাও।
নিজের খুশি যদি করো বলিদান
খোদার কাছে হবে তুমি বলিয়ান।
আত্মীয় স্বজন নিয়ে যত খুশি
গরীব দুঃখী কে আগে বিলিয়ে দাও।
চারিদিকে আজ খুশীর জোয়ার
মুসলিম গাইছে গীত
ধরায় এলো মুসলিমের প্রিয়
কুরবানির ঈদ।
সবাই ঈদে কুরবানী দিবে আল্লাহর তরে
মানব মনের পশুত্ব যেন যায় একেবারে মরে।।
কুরবানী শুধু কুরবানী নয়
এতে আছে দর্শন
নিজের মনের পশুত্ব কে
দিতে হবে বিসর্জন।।
আত্ম তৃপ্তি কভু বলে কয়ে আসেনা
পেতে হলে খুঁজে দেখো ত্যাগে পাবে তা।
পাপ কার্য হতে যদি পরিত্রান চাও
তোমার বিবেক কে জাগাও।