কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে অষ্টমীরচর এলাকায় ২ সপ্তাহের ব্যবধানে মারা যাওয়া ৮টি মহিষ ও ১টি গরুর মৃত্যু কোন অজ্ঞাত রোগ নয়, খাদ্যের বিষক্রিয়াই মারা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক খামারি ঢুষমারা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুক হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার ক্ষতিগ্রস্ত খামারি একটি আক্রান্ত মহিষ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন। মহিষের লক্ষণ এবং খামারির ভাষ্য শুনে প্রাথমিক চিকিৎসা দিলে আক্রান্ত মহিষটি সুস্থ হয়ে উঠে। এরপর আমরা ক্ষতিগ্রস্থ খামারি এলাকার মহিষ ও গরুকে পর্যবেক্ষণ করে দেখি এটা কোন রোগ নয় খাদ্যে বিষক্রিয়ার কারণেই এমনটি হয়েছে।
সালিপাড়া (মানুষ মারার চর) এলাকায় ওই এলাকার ক্ষতিগ্রস্থ খামারি নূরজামাল বলেন, আমি প্রথমে ভেবেছিলাম অজানা রোগ হয়ে মহিষ মারা গেছে। পরে বিষয়টি প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানালে তারা এসে ভাল ভাবে পর্যবেক্ষণ করে জানায় খাদ্যে বিষের কারণে মারা গেছে। এরপর আমি একজনের বিরুদ্ধে ঢুষমারা থানায় অভিযোগ করেছি।