ডেস্ক নিউজঃ প্রতিষ্ঠার এক দশক পেরিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন হাজারো শিক্ষার্থী। দীর্ঘদিন তাদের সমাবর্তনের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিলো। নানান জটিলতা কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টির ১ম সমাবর্তন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর কাংক্ষীত সমাবর্তন। উক্ত সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এবং সমাবর্তন বক্তা শিক্ষাবিদ ডঃ মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক দিল আফরোজ বেগম এবং বিশ্ববিদ্যালয়টির কর্ণধারবৃন্দ।
সমাবর্তনে ইউনিভারসিটির শুরু থেকে ফল ২০২০ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। সমাবর্তনে ৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও ৬৩ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা করা হয়।
এই আয়োজনকে আনন্দঘন হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়টির উপচার্য অধ্যাপক ডঃ আবুল বাসার, শিক্ষার্থীদের শিক্ষা যাত্রার আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন এবং সমাবর্তনে অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।