অবশেষে বন্ধ হলো জনপ্রিয় ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার। ২০২১ সালের আগস্ট মাসেই ব্রাউজারটি বন্ধ হওয়ার কথা ছিলো। কিন্তু ঘোষণার এক বছর পর ৬ জুন ২০২২ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিলো মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট।
ওয়াশিংটন পোস্ট জানায়, ১৯৯৫ সাল থেকে ব্রাউজারটির চালু ছিলো। উইন্ডোজ ৯৫-এর সঙ্গে অ্যাড-অন প্যাকেজ হিসেবে এ ব্রাউজার চালু করে ছিল মাইক্রোসফট। এরপর উইন্ডোজের পুরো প্যাকেজের সঙ্গেই ইন্টারনেট এক্সপ্লোরার দিতে শুরু করে কোম্পানিটি।