অর্থের কেরামতি
© বিমল কৃষ্ণ বিশ্বাস
থাকে যদি অর্থ পকেট তোমার ভর্তি,
জাগে তখন মনে হৈ-হুল্লোড় ফুর্তি!
থাকলে অর্থ মানুষ যায় কেনা,
না থাকলে আপনকে যায় চেনা!
খোদার থেকে উনিশ আর বিশ,
সেই অর্থেই জীবনে নামে বিষ!
থাকলে অর্থ সবাই চায় সম্পর্ক গড়তে,
না থাকলে সবাই চায় এড়িয়ে চলতে!
টাকার গরিমায় মূর্খে করে চিৎকার,
না থাকলে বিদ্যানেও শোনে ধিক্কার!
থাকলে অর্থ বাবু বলে সকলে,
না থাকলে সব শিক্ষাই বিফলে!
থাকলে টাকা মূর্খে বনে বুদ্ধিমান,
তোয়াজ করে সবাই,জোটে সম্মান।
টাকায় আসে ধন সম্পদ অট্টালিকা,
না থাকলে সারা জীবনই কুহেলিকা!
অর্থে আসে নিত্য নতুন আভরণ,
না থাকলে অনাহারেই মৃত্যু বরণ।
থাকলে অর্থ জীবনটা হয় অর্থপূর্ণ
না থাকলে বাঁচার আশাই চূর্ণবিচূর্ণ!
অর্থই আবার অনর্থেরই মূল,
যদি হয় খরচ করতে ভুল!
রচনাঃ বৃহস্পতিবার সকাল ১০টা
৪ ঠা শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ,
২১ শে জুলাই, ২০২২ ইংরেজি,
মাচানতলা, বাঁকুড়া।