শেখ নুরুল আবছার নিসু,ব্যূরো প্রধান, চট্রগ্রাম বিভাগ,বঙ্গবাজার পত্রিকা,(পোর্টাল)।
মানুষ !কিসের এত অহংকার তোমার ?অহংকার করার মত কি আছে তোমার নিজের ?কি নিয়ে তুমি এত গর্বে গর্বিত ?রূপ ?ঐশ্বর্য ?টাকা , পয়সা , ধন সম্পদ ?নাকি মেধা ?কি ?যা নিয়ে তুমি অহম করছ , গর্ববোধ করছসে কি সত্যিই তোমার ?তুমি কি ভুলে যাচ্ছ ? আসমান ওজমিনে যা কিছু আছে তার একমাত্র মালিকের কথা ?তুমি তোমার ছেলের মেধা নিয়ে আজ গর্বিত ।অহংকারে তুমি সবাইকে বলছ , আমারছেলের মেধারকাছে কারো মেধা কিছু না । তাইনা ?তোমার তরে প্রশ্ন , যদি আজ তোমারছেলের কিছুহয় ? তখন ! কি নিয়ে গর্ব করবে তুমি ?জবাব আছে ?নাকি নিরবতাই তোমার উত্তর ?নাকি বলবে , এইপুঁচকি যত্তসব ফালতু কথা কম বল ?যাও বাদ ই দিলাম । তোমার অহংকারকে ছেড়ে দিলাম মালিকেরহাতে ।এই মেয়ে ! তোমার অহংকার কিসে ?রূপ ? লাবণ্য ?নাকি মানুষকে বধ করার জ্ঞাতকৌশল ?তোমার সৌন্দর্য কে দান করেছে ?ভুলে গেছ সেইমালিক কে ?কাল যদি হঠাত্ তোমার সৌন্দর্যে কালো ছায়া পড়ে সেই এসিড দগ্ধ নারীর মত !কি নিয়ে অহম করবে তুমি ?কি থাকবে তখন তোমার ?পারবে তখন আয়নায় নিজেকে দেখতে ?নাকি ভয় পেয়ে চিত্কার করে উঠবে ঠিক সেইভাবে ,যেভাবে একটি তেলাপোকা দেখে চিত্কারকর ।নাকি নাক সিঁটকাবে ,যেভাবে একটি কুষ্ঠরোগীতে দেখে নাক সিটকাঁও ।ভয়ংকর ! বড়ই ভয়ংকর !থাক ! তোমাকেও ছেড়ে দিলাম মালিকের হাতে ।এই যে মহান নেতা !তোমার অহংকার কিসে ?তোমার বসার চেয়ারের ? নাকি সুইস ব্যাংকে রাখা কোটি কোটি টাকার ?তুমি কি ভুলে গেছো ফেরাউনের কথা ?যে ছিলো পুরো এক সাম্রাজ্যের অধিঃপতি ! তার পরিণতি কি তোমার মনে আছে ?এক সেকেন্ডেরও কম সময় লেগেছিলতার ধ্বংসহতে ।ঐটা ছিলো না কোনদুর্ঘটনা বা প্রকৃতির পরিহাস ।ছিল একমাত্র তার অহংকারের পরিণতি ।ভুলে যেও না , যা নিয়ে অহংকার করবে তা একসময় ধূলিস্যাত্ হবেই ।হতেই হবে ।কারণ মালিক ব্যতীত অহংকার করারমত কোনজিনিস মানবকূলের নেই ।মালিক তোমাদের যা দিয়েছেন তা অহংকার করার জন্য দেন নি । দিয়েছেন তোমার মন পরখ করার জন্য ।অহংকার তোমাকে সে পরীক্ষায় শুধু ফেলইনা নিঃশ্বেষ করে দিতে যথেষ্ট ।তাই ভুলে যেও না তোমারসূচনা কে । তোমার সূচনা এক বিন্দু রক্ত থেকে ।মালিকের দিকে যদি তাকাও তবে তুমি শূণ্য ।কি নিয়ে অহংকার করবে তারসাথে ?কি যোগ্যতা আছে তোমার ?তার সাথে যেমন তোমার অহংকারবা গর্ব করারযোগ্যতা নেই তেমনি পৃথিবীর কোন জিনিসের সাথে গর্ব করার অধিকার ও যোগ্যতা তোমার নেই।কারণ তোমার যা আছে তার মালিক একমাত্র সৃষ্টিকর্তা । এমনকি তোমার মালিক ওসেই ।তাই অহংকারকে কবর দাও ।নিজেকে গড়ে তোল অহংকার নামক আগুনের ছোঁয়া ছাড়া ।তবেই তুমি হতে পারবে শ্রেষ্ঠদের মাঝে সর্বশ্রেষ্ঠও উত্তমের ভেতর সর্বোত্তম ।
পাঠকপ্রিয় খবর সমুহঃ