১৯৮৮ সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরের হে মার্কটের শ্রমিকেরা আট ঘন্টা ডিউটির দাবিতে আন্দোলন শুরু করেন এবং আনদোলনের জন্য কয়েকজন শ্রমিকের জীবন দিতে হয়েছিল। আনদোলনের মাধ্যমে শ্রমিকদের দাবি বাস্তবায়িত হয়েছিল সেই হতে এই দিন টিকে মহান মে দিবস হিসেবে পালিত হচ্ছে।
বাংলাদেশও নানা কর্মসূচর মাধ্যমে মহান মে দিবসকে পালন করা হয়, মে দিবস উপলক্ষে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি তাদের নিজ নিজ বানী দিয়েছেন।
মে দিবসে সকল শ্রমিকেরা তাদের শ্রমের ন্যায্য দাবী পাক এ কামনায়, ভালো থাকুক পৃথিবীর সকল শ্রমিক ও তাদের পরিবার।