পটুয়াখালীর মিরজাগনজে সীমা (২০) এক সন্তানের জননী কিছুদিন আগে স্বামীর সাথে মনোমালিন্যর কারণে আত্নহত্যা করতে বিষ কিনতে যান সুবিধখালি বাজারের কীটনাশকের দোকানদার রায়হানের দোকানে কিন্তু রায়হান তাকে আত্নহত্যা করতে নিষেধ করে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এবং রেখে দেন মোবাইল নং পরবর্তীতে মাঝে মাঝে কথা বলতে থাকেন এবং এক পর্যায়ে প্রেমে পড়ে যান দুজনেই!
সীমার অভিযোগ তারপর বিভিন্ন সময়ে তারা গোপনে শারীরিক সম্পর্কে লিপ্ত হন এবং রায়হানের প্রলোভনে স্বামীকে তালাক দেন এখন সে অনশনে আছেন বিয়ের দাবীতে রায়হানের বাড়িতে।