শতাব্দীর কোরাস
যে বলার সে বলবেই, কোনো কারণ থাকতে হয়না!
সবই কি কারণে হয়? নাকি কারণে বলে?
যেমন,
রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় কোনো কারণ ছাড়াই,
জাতীয় গ্রীডে বিদ্যুৎ এর দুর্ভিক্ষ হয়,
জল নেমে যায় ভূগর্ভের তলানিতে,
সবজির বাজারে গেলে
অমাবস্যার রাতে শ্মশানচারীর শিহরিত শরীরের মতো
গা ছমছম করে!
আমার স্বদেশ যখন নবজাতকের মতো চিৎকার দেয়,
মায়ের মৃত্যুতে অবুঝ শিশুর মতো ডুকরে কেঁদে উঠে,
তখন কারণ থাকে!
যখন পাকিস্তানে
আকণ্ঠ মদ্যপের মতো হোহো করে হেসেউঠে শতাব্দীর কৃতদাস, তখন নিশ্চয়ই কারণ থাকে!
হিমালয়ের বুকের উপরে যখন নীল রক্তের বন্যা হয়,
ঘুমন্ত লেলিন যখন জেগে উঠে ছুঁচোর তান্ডবে,
যখন মাওঁ এর ঘুম ভাঙে ছাইরঙা মেঘের গর্জনে,
তখনও নিশ্চয়ই কারণ থাকে!
সব কারণগুলোর দ্রোহের চোখ মিশেছে ক্রেমলিনে,
লেলিনগ্রাদে হচ্ছে সম্মিলিত কোরাস,
মৃত্যুর ভয়ে ইঁদুরের গর্তের দিকে ছুটছে
পৃথিবীর যত সব “অকারণ”
মাভৈ মাভৈ
শতাব্দীর-কোরাস, উদ্ধত কারণ!