আফগানিস্তানের দুই শহর মাজার ই শরীফ ও কুনদুজে বোমা হামলায় নিহত ৩১ জন আহত শতাধিক! আহতদের অবস্থা অনেকটাই সংকটাপন্ন।
এদিকে হামলার দায় স্বীকার করেছেন আই এস, তারা এও বলেছেন যে রিমোট কন্ট্রোল যানের সাহায্য হামলা চালানো হয়েছে এবং ভবিষ্যৎ আরও বড় ধরনের হামলার ভয় দেখানো হয়।
এদিকে হামলার পরে শহর দুটিতে আতংক ছড়িয়ে পরেছে।