আবার যদি হতেম শিশু
মায়ের কোলে খেতাম দোলা,
বারে বারে চুমো দিত
আব্বু আম্মু ভগ্নি খালা ৷
দূরন্ত এক কিশোর হতেম
হতেম দামাল পাগলা পোলা,
হারিয়ে যেতাম সেই সুদূরে
খেলায় ধুলায় আত্নভোলা ৷
শৈশব কৈশোর ফিরে পেয়ে
ফের মিলাতাম গলায় গলা,
তাল পুকুরে সাঁতার কেটে
কাটিয়ে দিতেম সারা বেলা ৷
আবার যদি যুবক হতেম
হতেম নিখুঁত বানের গোলা,
অরুণ তরুণ তারুণ্যে ফের
জাগিয়ে দিতেম প্রাণ উতলা ৷
বিয়ের দিনের সেই শিহরণ
ঘুমটো মুখো বউ অবলা,
আবার যদি আসতো ফিরে
বাসর আসর সুখ সুফলা ৷
মনে পড়ে কেমন ছিলেম
সজিব কালো দাঁড়ি অলা,
অবশেষে সেই সে আমি
বুড়ো মানুষ নেই উজালা ৷
হারিয়ে যাওয়া রঙ্গীন সময়
ইচ্ছে মতো চলা বলা ,
আসবেনা আর ফিরবেনা আর
জীবন রবের শিল্পকলা ৷