সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকা শবনম ইয়াসমিন বুবলি জানিয়েছেন পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। আর তার সন্তানের বাবা বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। এ নিয়ে ইতোমধ্যেই আলোড়ন চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে, বঞ্চিত হননি শাকিব ভক্তরাও। একই সুসংবাদ দিয়েছেন শাকিব খান নিজেই।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন-‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।