রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতীরার আশাশুনি উপজেলায়
পানিতে ডুবে দুই কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে।
৫ মে বিকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা মালি বাড়িতে এ ঘটনা
ঘটে। নিহত দুই শিশুর নাম চাঁদনী (৫) ও মেলু (৬)। উভয় একই গ্রামের ইয়াসিন
আলি ও মনি মালির কন্যা।
আনুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস পানিতে ডুবে দুই শিশুর
মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকালে চাঁদনী ও মেলু দুই
কন্যা শিশু বাড়ির পাশের উঠানে খেলা করছিল। এ সময় সবার অজান্তে পুকুরে পড়ে
তাদের মৃত্যু হয়। পরে বহু খোঁজা খুঁজির এক পর্যায়ে স্থানীয়রা পুকুর থেকে
শিশু দুটির মৃতদেহ উদ্ধার করেন।