আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ
আয়া সুফিয়া এমন এক মসজিদ যার সাথে জুড়িয়ে আছে মুসলমানদের অনেক স্মরনীয় ইতিহাস অথচ তুরস্কের সেই আয়া সুফিয়া মসজিদেই কিনা মুসলমানরা ঢুকতে পারেনি দীর্ঘ ৮৮ বছর!
ঐতিহাসিক আয়া সুফিয়া ৫৩২ খিঃ নির্মত হয় এবং খিসটানদের চার্চ হিসেবে ব্যাবহৃত হতে থাকে কিন্তু ১৪৫৩ সালে ইস্তাম্বুল বিজয়ের পর ১৪৫৩-১৯৩৪ সাল অবধি মসজিদ হিসেবে ব্যাবহৃত হয়।এরপর বিগত ৮৬ বছর এটিকে জাদুঘর হিসেবে ব্যাবহৃত হয়।
২০২০ সালের ১০ই জুলাই তুরস্কের আদালত এটিকে পুনরায় মসজিদ হিসেবে ব্যাবহারের অনুমত দেয়।