শেখ নুরুল আবছার নিসু,ব্যূরো চীপ,চট্রগ্রাম
জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ইব্রাহীম হোসেন রাজু হত্যা কারীদের বিচার এবং দলে সম্পৃক্ত হত্যাকারীদের বহিষ্কারের দাবিতে সকলেই মুক্ত আলোচনা জোরালো বক্তব্য দিতে দেখা গেছে।
বক্তারা সকলেই ন্যাক্কার-জনক ঘটনার তীব্র নিন্দা এবং খুনীদেরকে দল থেকে বহি:স্কার করার ব্যাপার স্পষ্টত: বক্তব্য প্রদান করা হয়েছে।তবে ঘটনার আসল মোটিভেশন কোন দিকে যায় সেজন্য জোরারগন্জবাসীদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।এলাকাবাসী এবং সচেতন সকলেই খুনীদের ব্যাপারে স্পষ্টত: সরাসরি কারা কারা জড়িত তা প্রশাসন থেকে শুরু করে প্রায় সকলেই নিশ্চিত হয়ে গেছে যে,কারা খুনী এবং কাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে তবে মামলার ভিত্তিতে এবং চার্জশিটের উপর নির্ভর করবে মামলার আগামী ভবিষ্যত এবং চার্জশীটসহ খুনীদের বিচার নিশ্চিত করতে প্রশাসনের উপর জোর দাবি করা হয়েছে বর্ধিত সভা থেকে।বর্ধিত
সভায় সভাপতিত্ব করেন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু শ্যমল দেওয়ান্জী এবং সভার সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন টিটু,বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের যথাক্রমে সদস্য নিজাম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন দিদার,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ঈমন,ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মিয়া মো: নুরুল হুদা, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন ভূঁইয়া সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ।বক্তারা সকলেই ইব্রাহীম রাজু হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।