“ঈদ মোবারক”
সাইফুল করিম।
এই মাহে রমাদানে যাদের
দিল হয়েছে সাফ,
এই মাহে রমাদানে যাদের
পাপ হয়েছে মাফ –
এই মাহে রমাদানে যাদের
সফেদ আমলনামা,
এই মাহে রমাদানে যারা
পেলেন রবের ক্ষমা;
তাঁরাই সফল, বুকে তাঁদের
নারায়ে তাওহীদ;
তাঁদের তরে নামলো ধরায়-
ঈদ মোবারক ঈদ।
ঈদ মোবারক, ঈদ মোবারক,
ঈদ মুবারক ঈদ……………
______________________________
০৩-০৫-২০২২ (১ সাওয়াল, ১৪৪৩ হিজরী)
এক মাসের পরিপূর্ণ সিয়াম সাধনা শেষে পবিত্র মাহে রমজানে অর্জিত শুদ্ধাচারের শিক্ষায় শিক্ষিত সকলের জন্য ঈদের শুভেচ্ছা।