কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে উইমেন’স এমপাওয়ারমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ (উইং)’র সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিসের ট্রেনিং সেন্টারে ইউএন উইমেন’র আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সেমিনানারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, ন্যাশনাল কনসালটেন্ট উইমেন’স ইকোনোমিক এমপাওয়ারমেন্ট মুহাম্মদ আশফিক খালেক, ইউএন উইমেন কনসালটেন্ট টেকনিক্যাল মুহাম্মদ নাজমুল আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুলতানা বেগম প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।