নুরুল আবছার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন মীরসরাইয়ের সন্তান মেজবা উল আলম ভূঁইয়া। গত ৮ মে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
তিনি মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ভূঁইয়ার পুত্র।
মেজবা উল আলম মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র হিসেবে শিক্ষাজীবন সম্পন্ন করেন। এরপর ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে দয়িত্ব পালন করেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলা, বিবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা এবং কক্সবাজার জেলায়।