কুড়িগ্রাম প্রতিনিধিঃকু ড়িগ্রামের উলিপুরে শিক্ষকদের সকল ধরনের বৈষম্য দুর করে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ব্যানারে এই মাববন্ধন অনুষ্ঠিত হয়। ‘আমরা জাতির কারিগর, দশম গ্রেড আমাদের অধিকার’, ‘সহকারি শিক্ষকদের সম্মান করো, ১০ম গ্রেড বাস্তবায়ন করো’, ‘নতুন এই বাংলা বৈষম্যের ঠাই নাই, দাবি মোদের একটাই ১০ম গ্রেড বাস্তবায়ন চাই’ ইত্যাদি শ্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে শত শত শিক্ষক-শিক্ষিকারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ আমরা শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা যখন বৈষম্যের শিকার হয়েছি তখনই আমরা রাজপথে নেমেছি। এসএসসি-এইচএসসি পাস করেও অনেক সরকারি কর্মচারিরা ১০ম গ্রেডে বেতন পান, কিন্তু আমরা জাতি গড়ার কারিগর স্নাতক পাসধারী হয়েও ১৩তম গ্রেডে বেতন পাচ্ছি। এটা খুবই দুঃখজনক। বর্তমান সরকারকে দাবি মেনে নিয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের জোড় দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান মুকুল, উত্তর দড়িকিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুন্নবী এরশাদ, দক্ষিণ সাদুল্ল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, গুনাইগাছ আরেফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনছারি প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।