সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চকোশী ইউনিয়নে বজ্রপাতে শিশুসহ ৯ জন কৃষক নিহত এবং আরও ৫ জন আহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মিণী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী।
গত বৃহস্পতিবার রাতে বজ্রপাতে হতাহতের এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী তার নিজ গ্রামে তাৎক্ষণিকভাবে ছুটে যান। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং পরিবারগুলোর খোঁজখবর নেন।
একইসঙ্গে চিকিৎসাধীন অসুস্থ ব্যক্তিদের সঠিক চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার জন্য স্থানীয় নেতাদের অনুরোধ করেন এবং ভবিষ্যতেও পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
যুথী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সাধারণ জনগণের জন্য জীবন বাজি রেখে দিবারাত্রি কাজ করে যাচ্ছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেখানে আমার নিজ গ্রামের এই মর্মান্তিক ঘটনা শুনে আমি এক মুহূর্ত থাকতে পারিনি। তাই ছুটে এসেছি। আমি সবসময় চেষ্টা করব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার এবং অন্যদেরকেও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিক সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মানবিক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্য দোয়া প্রার্থনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সিরাজগঞ্জ যুবলীগের কর্মী আলহাজ সরকার, পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি এবং ঢাকা উত্তরার যুবলীগ কর্মী প্রদীপ কুমার গুহ।