সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আজ ২১ শে জুলাই বিকাল ০৩ঃ০০টায় বিভিন্ন ধরনের অস্ত্র সজ্জিত কিছু চিহ্নিত সন্ত্রাসী দ্বারা উল্লাপাড়া টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল জনাব আতিকুল ইসলাম ( পৌর আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক) এবং আওয়ামী শ্রমিক সংগঠনের নেতা মোঃ আব্দুল জব্বারের উপরে হামলাকারীদের শাস্তির প্রতিবাদে উল্লাপাড়া শহরে ও রেলস্টেশনে নারী-পুরুষের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম এবং সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার শওকত ওসমানের নেতৃত্বে উক্ত প্রতিবাদ সভা এবং মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।
উল্লেখ্য গত ১৯ জুলাই প্রিন্সিপাল আতিকুল ইসলাম (৪৫) এবং আবদুল জব্বার (৪২) রাত্রি ১০ঃ৩০ সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌর মেয়রের প্রোগ্রাম শেষে উল্লাপাড়া রেলস্টেশন সংলগ্ন চায়ের দোকানে চা পান করা অবস্থায় ১৫/২০ জনের দল নিয়ে এ দু’জনের উপরে অতর্কিতভাবে রড এবং লাঠিসোটা নিয়ে আক্রমণ করে বলে জানা যায় এতে প্রিন্সিপাল আতিকুল ইসলামের তাৎক্ষণিক মাথা ফেটে যায় এবং সমস্ত শরীরে অসংখ্য ভাবে দু’জন পিটিয়ে জখম করে পালিয়ে যায়।