“একটি নতুন ভোরের জন্য
নূরুল আলম তৌহিদী,খতিব,ধর্ম বিশারদ,
ঐতিহাসিক ছুটিখাঁ জামে মসজিদ,
মানুষের অভিনয় আছে প্রকৃত মানুষের চলছে দূর্ভিক্ষ
মানবতার স্লোগান দিচ্ছে রাক্ষুসের প্রেতাত্মারা
চারদিকে অসংখ্য বখাটেদের চলছে উৎপাত
আহ জুলুমাত আহ জুলুমাত আহ জুলুমাত ৷
মিথ্যে ও মিথ্যুকদের চলছে এখন উম্মাদনা জয়ধ্বনি
মগের মুলুক এখন বাস্তবতায় রুপ নিয়েছে
মজলুমের বোবাকান্নায় প্রতিটি দিনই কষ্টের কালোরাত
আহ জুলুমাত আহ জুলুমাত আহ জুলুমাত ৷
মুখোশ পরে পর্দার অন্তরালে ধ্বংসের কূপখনন চলছে
ভূতের মুখেও শুনছি ধর্ম জিকির সূরের মূর্ছনা
অথচ এরাই করছে সুসভ্যতার বৃক্ষমূলে নিত্য আঘাত
হায় জুলুমাত হায় জুলুমাত হায় জুলুমাত ৷
তাই এসো চোখ শীতল করা একটি নতুন ভোরের জন্য
একটি নতুন সোনালী আলোকিত পৃথিবীর জন্য
মহাপ্রলয়ের আগে আরেকটি মহাপ্রলয়ের প্রস্তুতি নিই
সেই প্রলয় হোক শয়তানি শক্তিগুলোর বক্ষে বজ্রাঘাত।