দুই প্রেমিকাকে একসঙ্গে ঘরে তুললেন বুধবার (২০ এপ্রিল) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকার রোহিনী চন্দ্র বর্মণ তিনি যামিনী চন্দ্র বর্মণের ছেলে।
জানা যায় রোহিনী চন্দ্র বর্মণ(২৫) বলরামপুর ইউনিয়নের গঠিয়াপাড়া ইউনিয়নের গীরিসচনদ সেনের মেয়ে ইতি রানীকে গোপনে বিয়ে করেন দীর্ঘদিন প্রম করে এবং বিষয়টি গোপন করেন দুজনেই।
বিয়ের কয়েক দিনের মধ্যে নতুন করে লক্ষীদ্বার গ্রামের টোনো কিসর রায়ের মেয়ে মমতা রানীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে রোহিনীর। প্রেমের সূত্র ধরে গত ১২ এপ্রিল মমতার সঙ্গে দেখা করতে যান রোহিনী। দুজনকে একত্রে দেখে আটকে রেখে বিয়ে দেন মমতার পরিবারের লোকজন।
এদিকে রোহেনীর আটকের খবর পেয়ে তার বাড়িতে অনশনে যান ইতি রানী পরে দুজনকেই ঘরে তুলে নিতে বাধ্য হন রোহেনী ও তার পরিবার।