শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত তালতলীতে চাচার ‘বিশেষ অঙ্গ’ কেটে দিল ভাতিজি! মির্জা আব্বাসের বক্তব্যের কড়া জবাব দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় উপদেষ্টা পরিষদের বৈঠকঃ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত মির্জা ফখরুল তিন মাসে অন্তর্বর্তী সরকার অনেকগুলো কাজ করেছে আদালতে বললেন আমু: এখনকার পরিবেশ কিন্তু সবসময় থাকবে না রাষ্ট্র সংস্কারে সবার চাহিদা ও পরামর্শ চাইলেন ড. ইউনূস প্রেসিডেন্ট হওয়ার পরই যে সাতটি কাজ করবেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে কমলার হারের নেপথ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবঃ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

এক যুগ পেরিয়ে গেলেও সচল হয়নি চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৫৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একমাত্র এক্স-রে মেশিনটি ১৬ বছর ধরে অচল অবস্থায় পরে আছে। ভোগান্তি পোহাচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা । তবে অচল মেশিটি সচল করতে নেয়া হয়েছিলো বরাদ্দ, তাতেও হয়নি কাজ। বরং হাসপাতাল কর্তৃপক্ষ মেরামত খরচ দেখিয়ে লাখ লাখ টাকা করেছিলেন আত্মসাৎ। এদিকে দায়িত্বরতরা বলছেন এক্স রে মেশিনটি নষ্ট হয়েছে অনেকদিন হয়। তাঁরা উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও মেলেনি সমাধান। প্রতি নিয়তই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সুবিধাভোগীরা। বর্তমানে এক্স-রে কক্ষটি হাসপাতালের স্টোর রুম হিসেবে ব্যবহার করছেন তারা।

হাসপাতাল সূত্র বলছে, ২০০৫ সালে ৩০০ এমএ এক্স-রে মেশিনটি সংযুক্ত করা হয়েছিলো। এর কিছুদিন পরেই অচল হয়ে যায় এই মেশিনটি বলে জানা যায়। এদিকে এক্স-রে মেশিন চালু করতে কিছুদিনের মধ্যে একজন টেকনিশিয়ানও যোগদান করেন কর্তৃপক্ষ এরপরও চালু করা হয়নি মেশিনটি। তবে চালু না করলেও দায়িত্বরত কর্তৃপক্ষ অকেজো দেখিয়ে মেরামতের জন্য প্রথমে দফায় ২৮ হাজার পরে ২ লাখ ৬ হাজার টাকা বরাদ্দ আসলে তা কাগজ কলমে মেরামত দেখিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিলমারী উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী সুন্দরগঞ্জের মন্ডলের হাট, কারেন্টবাজার, কাশিমবাজার, উলিপুরের সাদুল্লাহ, বাবুরহাট, বজরাসহ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পর্যায়ের রোগীর আগমন ঘটে। এতে করে স্বাস্থ্য কমপ্লেক্সটির রোগী বাড়লেও একমাত্র এক্স-রে মেশিনের অভাবে রোগীদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে গিয়ে চড়ামূল্যে এক্স-রে করতে হচ্ছে। বছর পর বছর ধরে রোগীদের ভোগান্তি অভাবনীয় পর্যায়ে পৌঁছুলেও দেখার কেউ নেই। এখানে নিয়োজিত এক্স-রে ম্যান সুলতান দীর্ঘদিন ধরে অপেক্ষা করে অবশেষে কাজের সন্ধানে বদলি হয়ে গেছেন অন্যত্র। চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, কোন পরীক্ষা বা এক্স-রে দরকার হলে হাসপাতালের ডাক্তার এবং স্টাফরা তাদের পছেন্দের ক্লিনিক দেখিয়ে সেখানে থেকে পরীক্ষা করার জন্য বলে দেন। আর অন্যদিকে হাসপাতালের মেশিন নষ্ট করে ফেলে রেখেছেন। তবে হাসপাতালটিতে এক্স-রে মেশিন আছে সেটা জানেনা অনেক রোগীই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন, এক্স-রে মেশিনের ব্যাপারে বেশ কয়েক বার ডিজি মহোদ্বয়ের কাছে বলা হয়েছিলো কিন্তু কেন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা আমার জানা নেই। তিনি বলেন এক্স-রে মেশিন দীর্ঘ দিন থেকে নষ্ট হওয়ায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com