এখন আমার বিকেল বেলা-নূরুল আলম তৌহিদী
টানা টানা হরিণ চক্ষু
সজিব কোমল ত্বক,
জীবন খুবই মধুর ছিল
ঝাল মিষ্টি টক ৷
দূরন্ত এক কিশোর ছিলেম
ক্ষিপ্র চিতার গতি,
জেতাই আমার স্বপ্ন ছিল
হার না মানা মতি ৷
কিশোর কালে খেলতে গিয়ে
হার মানিনি কভূ ,
খেলার মাঠে ভেঙ্গেছে পা
দমে যাইনি তবু ৷
উঁচু নীচু ছিল সমান
দেহে ছিল বল,
সেই জোয়ারে ভাটা এখন
চক্ষু টলমল ৷
খেলার সাথি বন্ধু স্বজন
বাঁধন হারা দিন,
দামাল হাওয়ার মতো ছিলেম
হায়রে বাধাহীন ৷
হায় জীবনের সকাল দুপুর
মন ময়ূরীর নাচ,
জীবন নদে হারিয়ে গেছে
তাসের ঘরের তাস ৷
ঘুড়ির মতো উড়েছিলাম
দূর আকাশে দূরে,
এখন আমি হারিয়ে ফিরি
মরণ বাঁশির সূরে ৷
সারা অঙ্গ কাঁপে এখন
চক্ষে ক্ষীন জ্যোতি ,
পা চলেনা আগের মতো
কন্ঠে নাহি দ্যুতি ৷
বক্ষ এখন দুরু দুরু
সাহস নড়বড়ে ,
নিত্য ভাবি কেমনে রব
মাটির ঘরে পড়ে ৷
আগের মতো হয়না হজম
জিহবাতে নেই রুচি ,
জীবন কাটে এখন আমার
বানিয়ে সময় সূচি ৷
জীবন নৌকো আগের মতো
হাওয়ার তালে চলেনা,
জীবন বৃক্ষ সবুজ পাতা
ফুলে ফলে ফলেনা ৷
বর হয়েছি পিতা হলেম
এখন আমি নানা,
জীবন ঋতুর পালাবদল
বুঝিনা এই কানা ৷
একলা হলে হারিয়ে যাই
হারানো দিন খুঁজি,
মহাকালের জন্যে আহা
হয়নি সামান পুঁজি ৷
কবর বাড়ি গিয়ে গণি
কোনটা কাহার কবর,
হঠাৎ কখন এসে পড়ে
আমার যাওয়ার খবর ৷
এখন আমার বিকেল বেলা
আসছে ধেয়ে সন্ধা ,
ছড়িয়ে দিও দোয়ার সুবাস
নেকীর নিশি গন্ধা ৷