অবশেষে এফডিসিতে হাসি ফিরলো! সদস্য পদ হারানো ১০৩ জন ফিরে পেল তাদের হারানো পদ।
কাঞ্চন নিপুণদের সহযোগিতায় ১৮৪ জন সদস্য পদ
হারানো শিল্পীদের মাঝে সক্রিয় ১০৩ জনকে তাদের অধিকার ফিরে দেওয়া হয়েছে এবং একই সাথে এফডিসিতে সকল সুযোগ সুবিধার আওতায় আনার আদেশ দেওয়া হয়েছে।
সদস্য পদ ফিরিয়ে পাওয়া শিল্পীরা এফডিসিতে করছে আনন্দ মিশিল।