মিষ্টি কুমড়ার বেগুনি, কাঁচা মরিচের রসগোল্লার পর এবার এবার তরমুজের জিলাপি তৈরি করে তাক লাগলো খুলনার এক যুবক।
মহানগরীর খালিশপুর বিআইডিসি সরকে চিত্রালী সিনেমা হলের সামনে ইসলামিয়া মিষ্টি ঘরে তৈরি হচ্ছে তরমুজের জিলাপি যার কারিগর স্থানীয় যুবক মৃত্যুঞ্জয়।
মৃত্যুঞ্জয় বলেন মিষ্টি কুমড়ার বেগুনি, কাঁচা মরিচের রসগোল্লার হতে অনুপ্রেরণা পেয়ে আমি তরমুজের জিলাপি তৈরি করে ব্যাপক সারা পাচ্ছি প্রতিদিন দেশের নানা প্রান্তর মানুষ এসে খাচ্ছে এবং পরিবারের জন্য নিয়ে যাচ্ছে। মামুষ আসলে নতুনত্বে আগ্রহী হয় বেশি।