এলোমেলো খবর
ফাতেমা ইসরাত রেখা
ভেবেছি তোমাকে বলবো এবার
আমার উঠোনে জুড়ে শুধু অন্ধকার
মনের অজান্তে বেঁধেছে যে অসুখ গোপন
তার বুঝি আর নেই কোনো প্রতিকার।
বারান্দায় ঝুঁকে পড়া সূর্যের হাসি
ফুটে থাকা ফুল, গোলাপ বকুল
কিশোরী বাতাসে উড়া চঞ্চল দোল
সব যেনো আজ ফিঁকে মনে হয়
ফিঁকে জগতের ভালোবাসাবাসি।
বহুদিন ছিল গোপনে ভালোবাসা
বহুদিন ছিল কথা আর খুনসুটি
যেমন মুক্তোর ঘুম ঝিনুকের ওমে,
আরো দূরে যদি যাও হিরক বন্দরে
এলোমেলো হয়ে যাক এই অস্তরাগ
না হয় আমিই চলে যাবো চির ঘুমে।
বহুদিন ভেবেছি মনে বলবো তোমাকে
বহুদিন এখানে শান্ত নদীর জল
বিষণ্ন সন্ধ্যা আসে নেমে এ হৃদয় জুড়ে
মন খারাপের দিন শেষে অস্তাচল।
তোমার বুকে অভাগা অসুখ গুরুতর
ভেবেছি বলবো না আমারও অসুখ
তোমার সুখের ডিঙা এখানেই নড়বড়ো।
সোমবার
29-08-2022