শেখ নুরুল আবছার নিসু,
ব্যূরো প্রধান চট্রগ্রাম বিভাগ,
বঙ্গবাজার পত্রিকা (পোর্টাল)
পদ্মা সেতু আয়োজনের বরাদ্দের সাথে আরো কিছু টাকা বরাদ্দ এড করে ফায়ার সার্ভিসের জন্য ৪ টা ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্রয়ের নির্দেশ দিয়েছেন
মমতাময়ী মানবতার মা.. বিশ্ব রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু কন্যা মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তিনি ইচ্ছে করলে পারতেন ডাক-ডোল বাজিয়ে বাংলার অগণিত মানুষের আশা এবং ভালবাসার মেগা প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান আপাতত: স্থগিত করে যে, মানবতার পরিচয় দিয়েছেন বাংলার ইতিহাসে তা বিরল এবং বর্তমান প্রজন্মের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।সীতাকূন্ডের বিএম ডিপোর দূর্ঘটনাটি সারা বাংলাকে নাড়া দিয়েছে সেই সাথে চট্রগ্রামের অগণিত মানুষ যে মানবতার কল্যানে সেবা দিতে যথেষ্ঠ উদগ্রীব তা ইতিহাসে রেকর্ড হয়ে রইবে। মানুষ যে মানুষের জন্য তা চট্রগ্রামবাসী প্রমান করতে পেরেছেন এতে কোন সন্দেহ নেই।আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের বঙ্গবাজার পত্রিকার পক্ষ থেকে শোকার্তদেরকে শোক সহিবার শক্তির সাথে সাথে নিজেদের মানসিকতাকে শক্ত করে যেন সূক্ষ্নভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন।