দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছেই হার মানতে হলো ক্রিকেটার মোসারোফ রুবেলকে। আজ ১৯ শে এপ্রিল মঙ্গলবার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ক্রিকেটার মোসারোফ রুবেল। ১৯৮১ সালে জন্মগ্রহন করা এই ক্রিকেটার ৪১ বছর বয়সেই দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেছেন সুনামের সাথে। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান রেখে গেলেন। তার মৃত্যুতে ক্রীরা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।