১৯ মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী মুন্নাসহ ছিনতাই ও বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ২৬ জন গ্রেফতার।
১৪ ই এপ্রিল ২০২২ দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত জেলা পুলিশের একাধিক টিম কক্সবাজার শহরের কাটা পাহাড়, আমতলী পাহাড়, মাটিয়াতলী পাহাড়, পল্ল্যাইনাকাটা পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ০১ (এক) টি দেশীয় তৈরী এক নলা বন্দুক, ০১ রাউন্ড রাবার কার্তুজ ও ০৭ (সাত) টি অত্যাধুনিক টিপ ছোরা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
উক্ত অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।