সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

কবিতাঃ দারিদ্রতার তাড়না-সাফল্যের প্রেরণা।। মোস্তাক-ই-ইলাহী

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৫৪ বার পড়া হয়েছে

দারিদ্রের নির্মম কষাঘাতে দূর্ভাগ্যের শত উপহাস,
ধৈর্যের বাঁধ ভাংগা জোয়ারে হৃদয়ে কেবলি দীর্ঘশ্বাস,
সংসার  স্বজন মেতে উঠে নিদারুণ অবহেলার সংহারে,
পদে পদে লান্ছনা বন্ছনার এক গ্লানিকর প্রহারে,
প্রত্যাশার বেলুন ফেটে দূ’চোখ ভাসে জলে,
বিষাদের অমানিশায়  তনু মন হতাশার অতলে,
বিষন্ন বদনে নিসংগ পথ চলা,
হয়নি হৃদয় খুলে দূ’দণ্ড কথা বলা,
চেনা চার পাশ বদলে হয় অচিনপুরী,
সুসময়ের কত বিশ্বস্ত বন্ধু স্বজনের সাহায্য প্রত্যাশায় গুড়ে বালি,
নিজকে যদি গভীর বিশ্বাসে নত কর  শির,
সেজদায় লুটিয়ে  প্রার্থনায় হও যুধিষ্ঠির,
হৃদয়ে জমে থাকা বরফ গলে চোখে ঝরে তপ্ত অশ্রুকণা,
সমর্পিত হবে সকল ব্যর্থতা ভূলের হ্মমার্থে অনুশোচনা,
দৃপ্ত কন্ঠে শপথে হও বলীয়ান,
রহমত বরকত আর সাফল্য দাও হে মহা মহান,
অসময়ের এ বিলাপে পরখ করে দেখ,
দূসময়ের কতকি আপন জীবন পাঠে শেখ,
সংসারের এ রং তামাশার  মধু নিকূন্জে,
ভীড় করেছিল বন্ধু বেশে ছদ্ম বেশী লুটেরা এ গ্রহপূন্জে,
দারিদ্রতা জীবনের এক বাস্তবতার কষ্ঠি পাথর,
যাচাই করতে শেখায় অসময়ের কে আপন কে পর!!!
ইতিহাসে লেখা যত কীর্তি মানের প্রতিষ্ঠার পরিসংখ্যান,
দারিদ্রতার শিহ্মায় কঠিন ধৈর্য্যে লহ্ম্য পানে  শ্রমই জুগিয়েছে সাফল্যর বয়ান,
অসময়ের লব্ধ শিক্ষাই যদি দেহ মনে কর ধারণ,
সাফল্য তবে নিশ্চিত জেনে নিও– দারিদ্র্যতার অসময়ে ও তুমিই হবে সফল আমর

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com