কবিতা ঃ বোবা কলমের আর্তনাদ
রচনায়ঃ মোহাম্মদ মোস্তাক-ই-এলাহী
কবি,লেখক এবং ব্যাংকার।
আমার এ বোবা কলম যখন জেগে উঠে,
অহ্মর তান্ডবে ছন্দের প্লাবন ঘটে,
কখনো অসহায়ের আর্তনাদে অশ্রু নিনাদ আহাজারী,
প্রাণে বোধ জাগে— হৃদয়ের এক চিলতে ক্যাম্পাসে করি পায়চারী,
সহযোদ্ধার অকূল প্রয়াণে বোবা কলমের সংহতির ডাকে,
ছড়িয়ে পড়ে একান ও কান দিক চক্রবাকে,
কখনো আবার জন্ম দিনে প্রণয় প্রীতির এক রাশঃ, শুভেচ্ছা,
মাঝে আবার গভীর ধর্ম তত্বের পৌরাণিক গল্প,কবিতা কিচ্ছা,
রাতের নিকষ আঁধারে স্বপ্নগুলোর পায়চারী,
দিনের আলোয় লিখা হয় অবিরত রকমারী,
স্মৃতির ডালা খুলে আবার বোবা কলমের চিৎকার,
বিস্মৃতির কারা ভেংগে হারিয়ে যাওয়ার স্মৃতির হাহাকার,
জীবনের কত যাতনা বোধের যত তিক্ত অর্জন,
অহ্মর বৃত্তে শব্দের শৃংঙ্খলে জেগে উঠে ছন্দের জাগরণ,
সহকর্মী বন্ধু স্বজনের কতক তীক্ষ্ণ তির্যক বাক্য বাণ,
পরিবার পরিজনের এক রাশ অনুযোগ দোষ ক্রুটির খতিয়ান,
কেউ শোনেনি এ হ্দয়ে কেন এত বেদনার বালি ঝড়?
স্নেহ বন্ছনার শোকাতুর মন কেন এত নীরব নিস্পৃহ কাতর!!
অগ্রজ স্বজন ব্যস্ত অনুহ্মন -হয়নি সময় দূদণ্ড কথা জানাবার,
এ জীবন সংসার কেবল অর্থ স্বার্থের কারবার —সময় নেই মুক্ত মনে দম নেবার,
নিজকে নিজে গুটিয়ে রাখি —আনমনা হয়ে তাকিয়ে দেখি,
দূর আকাশে সীমানায় দিনের ক্লান্তি শেষে গৃহ ফিরে এক ঝাঁক বুনো পাখি,
দিনের আলো ফিকে হয়ে নামে রাতের আধাঁর,
নিস্তব্ধতায় লীন হয়ে যায় আশেপাশের বন বাঁদর,
আমার আংগিনায় পরিজনও আলো নিভিয়ে গভীর নিদ্রায়,
কেবল আমার ভূবনে জেগে থাকি আমি কল্পলোকের
নিরালায়,
তখুনি এ বোবা কলম ঘুরে বেড়ায় হৃদয়ের পরতে পরতে
কিছু শব্দ গুচ্ছ হারিয়ে অন্য সব লিখে রাখে বর্ণ মালার ছত্রে ছত্রে।