কবিতাঃ–মেঘলা চোখ
কলমেঃ–শিল্পী দাস।
চোখ জুড়ে বৃষ্টি এলো ভিজিয়ে দিলো বুকের উঠোন,
অথৈজলে বৃষ্টি ফোটায় গল্প লেখার সমীকরণ।
ঠোঁট ছুয়ে গড়িয়ে পড়ে, কাঁচরঙা জলের ধারা
বেহাগ বুকের মধ্যিখানে অবাধ্য প্রেম আত্মহারা।
বৃষ্টি ঝরা পাতার সুরে আদিম প্রেমের আস্ফালন
আঙুল গুলো চুলের ভাঁজে আদর রাখে বৃষ্টি যখন।
জল ভেজা সেই ঠোঁট ছুঁয়ে যায়, সিক্ত আঁখি পরশ রেখে।
ভিজিয়ে গেলো বৃষ্টি এসে,নীলাম্বরি শাড়ি দেখে?
তোমার বুকের প্রসস্থতায়, অভিমানেই
গচ্ছিত থাক চোখের জল।
মেঘের উপর মেঘ জমে যায়, মন কেমনের
গল্প বল।
এই শ্রাবণে এসো আবার, মেঘ পিয়নে দিলেই
ডাক
তোমার শহর ভিজবে যখন হৃদয় জুড়ে জলের দাগ,
ভিজিয়ে দিক গভীর বুকের,সেই চেনা পথ ঘাট।
তোমার জন্য হাজার শ্রাবণ বাঁচতে বড় ইচ্ছে হয়
সুখশয্যা বিছিয়ে রাখি আমার চোখের বিনিদ্রিতায়।