হিংসার উন্মাদনায় হানাহানি রক্তপাত,
পুড়েছে কত সংসার হৃদয়ে জেগে আছে প্রতিশোধের বজ্রাঘাত,
জন্ম থেকে জন্মান্তরে জ্বলেছে হ্মোভের অনল,
পরিশিষ্টে কেউ কি জিতেছে??-কেটেছে কি বিপত্তির ধকল??
হৃদয়ে যদি জেগে থাকে প্রতিহিংসা অহনিশি,
কৌলিন্যের অমানিশায় সে জীবন প্রত্যাঘাতের বিষ বাঁশি,
যু্ক্তি তর্কে কি হয়নি সমাধান এ পৃথিবীর কত বিবাদ বিসংবাদ?
শান্তির কপোত উড়েছে রণাঙ্গনে হেরেছে সন্দেহের অপবাদ ,
বশ মেনেছে হিংস্র বুনো পশু উদার প্রীতি মমতায়,
ভূলে আছে চেনা স্বভাবের বৈরিতা ভালবাসার বারতায়,
ভালবাসার প্রতিদানে ভালবাসা— হৃদয়ে জেগে থাকে অনুরাগ,
ঘৃনা অবহেলায় কি হয় কখনো প্রীতি সম্প্রীতির সওগাত??
কত প্রজন্ম বয়ে নিয়ে চলে প্রতিশোধের লড়াইয়ের অনিমেষ,
তবু ও কি হয় সমাপ্তি?? যদি না হয় উদারতার উন্মেষ!!
অর্থ সম্পদ জীবন সংহারে নিংস্ব তব সম্মত শান্তি পরিশেষে,
প্রতিহিংসার লড়াইয়ে সম্পদ ও রক্তহ্ময় কতক প্রজন্মে বহু বেশে,
মমতার শক্তি সর্বাঙ্গীন ভালবাসা গোত্রহীন সকল সৃষ্টিকূল,
সকলের তরে সকলে আমরা ভেংগেছে সকল অস্বস্তি সন্দেহের ভূল,
হ্মুদ্র জীবনের অনেকটা সময় কেটেছে হানাহানি বিদ্বেষে,
মমতায় হয়ত মিইয়ে যেত বিবাদ — লড়াই কি হয় কখনো এক পেশে,??
কত নর নারী পেয়েছে অমরত্ব বিলিয়ে সেবা মমতায়,
অতি সাধারণ্যে মমতায় মহীয়সী নাম উঠেছে ইতিহাসের পাতায়,
প্রচন্ড তাপদাহে ও সুশীতল ধরাতল পরম মমতার বৃষ্টি,
ফেটে চৌচির ভূমিতে জন্মেছে শস্য ফলাদি কি এক অপূর্ব সৃষ্টি!!!!
ধৈর্য্য আর মমতা দূ সহোদর সংগ্রামে এনেছে শান্তি,
অনাহারী গৃহহীন অসুস্হকে বিলিয়েই মমতার সেবা কেটেছে হতাশার বিভ্রান্তি,
আচরণে সদাচারী বিশ্বাসে নিঃঅহংকারী সার্বজনীন ভালবাসায় জড়াজড়ি,
বলদর্পিত জীবন হয়েছে প্রশান্ত পড়েছে মমতার বেড়ী।