কবিতা –আমি বৃষ্টি রাতের পদ্ম।
শিল্পী দাস
শ্রাবনের দাস্যি,অচিন মেঘের দেশে
জল থৈথৈ নুপুর গেছে ভেসে
আমি কিশোরী ত্বন্বী মেঘবতী
বৃষ্টি ভেজা রাতের পদ্ম বতী।
দুরন্ত মেঘ ছুটছে ভীষন এলোমেলো
হাওয়ায় ভেসে আমার দেশে এলো
অঝোর বৃষ্টি পড়ছে নিমিষে
আমার স্নিগ্ধ সবুজ বাংলাদেশে।
মাতাল বৃষ্টি জড়িয়ে পড়ে এলো কেশে
আমি গড়িয়ে পড়ি সরলতায় হেসে
মাটির সোঁধা গন্ধ নিয়ে বাঁচি
আমি থাকি বৃষ্টির কাছাকাছি।
আমি মেঘলা দিনে প্রেমের হাঁটে বাঁচি
আমি আঁচল পেতে বৃষ্টি ধরি,নাচি
সন্ধ্যা নামে আমার উঠোন জুড়ে
বৃষ্টি র গান ধরী, রাবিন্দ্রীক সুরে।
বৃষ্টি র কাছে গচ্ছিত রাখছি নোনা জল
মেঘের পাড়ায় আমার বাড়ি ঘর
প্রথম চুম্বন তোমার ঠোঁটে রেখে
খুব বাসবো ভালো বৃষ্টি জল মেখে।