কবিতাঃ-ফিরতে হবেই
কলমেঃ–শিল্পী দাস।
যে পথ ধরে এসেছিলাম ফেরার তাগিদ নিয়ে ,
আজ বেমালুম ভুলেই গেলাম,বর্ণালী দিন পেয়ে।
খড়কুটোয় জীবন বাঁধা,চলাছি প্রাপ্তি আর তাচ্ছিল্যে
অহংকারী শ্বেতগোলাপ মন,অমরত্বর স্বপ্নের ছলে ভুলে ।
অতল দুঃখজল পেরিয়ে,আকন্ঠ তৃষ্ণা মেটার আশায়
তুচ্ছ করি সকল কিছু,জীবন অতল সমুদ্রে নাও ভাসায়।
আদিগন্ত জুড়ে শুধুই অলীক স্বপ্ন পোষে মন
ভাবে,
মায়ার বাঁধন ছিঁড়বে না আর রইবে আজীবন!!
রাজকীয় বসন্ত উৎসব আর ঐশ্বর্যের লোলুপতা
নিরঞ্জনের স্রোতবিহীন জীবন,খসবে না আর পাতা!!
কাঞ্চন মূল্যে কিনেছে মন, হীরা চুন্নি পান্না সুখ
ফেরার পথটি ভুলেই,অমরত্বে বুঝি,ভরলো করপুট?
বাদশাহি মেজাজ,অহংকারী মন ভাবে আমিই অধীশ্বর
সেই পথে ফিরবে না’আর,বেঁধেছে চিরস্থায়ী ঘর!!