কবিতা: স্বপ্ন সাধক
রচনায়:মোহাম্মাদ মোস্তাক-ই- এলাহী,
——————————
স্বপ্নের ছবি স্বপ্নে-ই রবি,
স্বপ্ন দেখা আলালের(Spoiledgenius)হবি(Hobby)
বাস্তবে মিছে ছাই,
ঘু্ম ভাংগলে ভূলেই বসি- কি দেখেছিলাম হায়!!!
কর্মবিমুখ স্বপ্ন প্রিয় -স্বপ্ন-ই আশার ভেলা,
নাওয়া-খাওয়ায় বেজায় তুষ্ট কাজে-ই কেবল হেলা,
কবির স্বপ্ন ভূবন জুড়ে কাব্যে তার-ই প্রকাশ,
বিগ্গ্যান (Scoence)তাহা তত্ত্ব তথ্যে সত্য মিথ্যে বিকাশ,
রাষ্ট্র নেতা স্বপ্ন সাধেন রাজ্য হবে স্বর্গ,
সোনা রুপা সুখের নহর বইলে তব গর্ব,
বিপ্লবীরা স্বপ বুনেন শোষণ মুক্ত দেশ,
শাসক সেজে শোষণ-লুন্ঠন তেড়ে মেরে বেশ,
ধার্মিকের ত্যাগ-সেবার স্বপ্নে পরকালে সুখ,
কপোল তার সেজদা রত কান্নায় ভাসায় বুক,
নি:সন্তান স্বপ্নে ব্যাকুল বাবা হবার খায়েস,
ভোজন রসিক ভোজন সেরে চাহে মিষ্টি পায়েস,
অভাবী সে-ই অনাহারী খুব ছোট্ট স্বপ্ন তার,
খেয়ে পরে বাঁচবে জীবন নয়তো বেশী আর,
স্বপ্ন সাধক স্বপ্ন আকেঁ হৃদয় স্বপ্নের ক্যানভাস,
স্বপ্ন বিহীন জীবন অচল —দেহ এক জীবন্ত লাশ।