বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত
শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
১৪৬
বার পড়া হয়েছে
নুরুল আবছার নিসুঃ
করেরহাটের শুভপুর ব্রীজের রিলিং ভেঙে ড্রাম ট্রাক পড়ে গেল ফেনী নদীতে। শুক্রবার (১ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে ফেনীর ছাগলনাইয়া থেকে মিরসরাইয়ের করেরহাটের এ পাড়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।