মিরসরাইয়ের করেরহাটে তাসলিমা আক্তার (২২) নামে এক গৃহবধু নিখোঁজ রয়েছে। গত মঙ্গলবার (১৭ মে) সকাল ১০ টায় চিকিৎসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসে নাই।তাসলিমা আক্তার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর গ্রামের সামছুদ্দিনের মেয়ে। এছাড়া উত্তর নাহেরপুর এলাকার মো. শাহাদাত হোসেনের স্ত্রী।
জানা গেছে, গত ১৪ মে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে গতকাল মঙ্গলবার (১৭ মে) চিকিৎসার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর যথাসময়ে বাড়িতে না আসায় তার স্বামীর বাড়ী, আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি কোথাও জায়নি।
নিখোঁজের সময় তার গায়ে প্রিন্টের গোল জামা, মাথায় মিষ্টি রংয়ের ওড়না ও কালো বোরকা ছিলো। তাসলিমা আক্তারের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, মুখমন্ডল হালকা গোলাকার।
এই ঘটনায় জেছমিন আক্তার বাদী হয়ে জোরারগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করেছেন। যার নাম্বার ৭০৫। যদি কোন ব্যক্তি খোঁজ পান তাহলে দয়া করে নিচের ০১৮৮১-৮৫০৮৩০ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।