কয়েকদিন হলো চলছে ওমর সানী মৌসুমি ও জায়েদকে আলোচনা একবার একেকজন লাইভে এসে আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে। এর মাঝে গতকাল ওমর সানী নিজের ফেসবুক পেজে পরিবারের সাথে মৌসুমীর একই টেবিলে খাওয়ার ছবি পোস্ট করে লেখেন আমরা ভালো আছি। সবাই যখন বিষয়টি ইতিবাচক ভাবে নিয়ে তাদের সাধুবাদ জানাচ্ছে এরই মাঝে মৌসুমীর নতুন পোস্ট” কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম” নিয়ে আবারও সনদহের ডালপালা দেখতে পাচ্ছে নেটিজেনরা! এই পোস্টে কি বোঝাতে চাচ্ছেন নায়িকা? তবে এখনো বরফ গলেনি?