কাটুস কুটুস প্রেম
——————–মাহনুর জাবীন শর্মি
তুমি আমার তুমি হবে?
স্নিগ্ধ আর রোদেলা সকালে
আমার ঘুম ভাঙ্গানিয়া পাখি হবে?
তুমি আমার তুমি হবে?
কান্ত দুপুর, বিকেল বেলার
দুই এক কাপের সঙ্গী হবে?
তুমি আমার তুমি হবে?
নিঃস্তব্ধ রাতে তুমি আমার
কবিতা পড়ার সঙ্গী হবে?
রতি প্রহর একলা একা
আমার সাথে খুব কাটাবে?
ঐ আকাশে কতটা তুমি ভাগ বসাবে?
এ্যাই! তুমি আমার নীল শাড়ির
বিছিয়ে দেয়া আঁচল হবে?
স্বপ্ন মাখা এই আমারি
সজল চোখের কাজল হবে?
আমার হাতের রেশমী চুড়ির
রিনিঝিনি শব্দ হবে?
তুমি আমার তুমি হবে?
তুমি আমার কাটুস কুটুস প্রেম হবে?