কামারখন্দ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক পেলেন গীতা রানী বসাক । আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যাগে আজ ( ৯ ডিসেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় এ পদক দেওয়া হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা সেলিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কামারখন্দ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা অনামিকা নজরুল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সমাজে নারী নির্যাতন প্রতিরোধ করতে বেগম রোকেয়ার আদর্শে চলতে হবে। এসময় তিনি গীতা রানী বসাকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় কামারখন্দ উপজেলার সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গীতা রানী বসাক শিক্ষা বিস্তার, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে অবদান রাখায় তাকে এ পদক দেওয়া হয়।