সামনেই মুক্তি পাবে প্রথম ছবি। কিন্তু তার আগেই এক বিতর্কিত মন্তব্য করে ফেললেন অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা। কার্তিকের প্রতি তাঁর অসম্ভব টানের কথা নিজের মুখেই স্বীকার করে নিলেন এই স্টারকিড।
এক সাক্ষাৎকারে সারা-কার্তিকের আসন্ন ছবি ‘লভ আজ কাল’-এ দু’জনের উষ্ণ রসায়ন দেখে উচ্ছ্বসিত আলিয়া নিজ মুখেই বলে ফেললেন, যদি কোনওদিন ঘুম থেকে
উঠে কার্তিককে নিজের বিছানায় দেখেন একেবারেই নাকি অবাক হবেন না! শুধু তাই নয়, কার্তিকের সঙ্গে মাখোমাখো রোমান্স করতেও নাকি একেবারেই অসুবিধা নেই তাঁর।