কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কৃষক ও কৃষি সম্পর্কিত জনশক্তির পেশাগত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) সকালে কুড়িগ্রাম খামারবাড়ীর হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুজ্জামান মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয় অধিদপ্তরের পরিচালক পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং মোহাম্মদ এমদাদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন, গেইন’র পোর্ট ফোলিও লিড ড. আশেক মাহফুজ, প্রকল্প ব্যবস্তাপক মো. আবুল বাশার চৌধুরী প্রমুখ।
সুইজারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা গেইন (গ্লোবাল এ্যালাইন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন)এর সিবিসি প্রকল্প এবং বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় অধিদপ্তরের পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং যৌথভাবে কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, চাল ব্যবসায়ী, ডিলারসহ অগ্রগামী কৃষকরা উপস্থিত ছিলেন।