কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত উপজেলার পাইকেরছরা এলাকার জাহিদুল ইসলাম(৩৫)কে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার ৯ নং ওয়ার্ডের নলেয়া নামক গ্রামের মোঃ ফখরুল ইসলাম(৪৭) এর বসতবাড়ি থেকে অজ্ঞাতনামা চোরেরা চার্জরত একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ফখরুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার(১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অভিযুক্ত জাহিদুল ইসলাম বাদীর চুরি যাওয়া অটোরিকশা মেরামত করার জন্য পাটেশ্বরী ইউনিয়ন পরিষদের সামনে আসলে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারসহ আসামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) দুপুরে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসেন জানান, আসামীকে জেল হাজতে প্ররণ করা হয়েছে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, উদ্ধারকৃত অটোরিকশা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। জেলায় সংঘটিত অপরাধ দমন ও নিয়ন্ত্রনে নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।