কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০০ বোতল ফেন্সিডিলসহ মোছা. জেমি খাতুন ও জয়গুন বেওয়া নামের একই পরিবারের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার(২৮ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা হীরারকুটি গ্রামে নিজ বসতবাড়ীর দক্ষিন দূয়ারী রান্নাঘরের উপরের চালায় বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০০ বোতল ফেন্সিডিলসহ জেমি খাতুন ও জয়গুন বেওয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা পারিবারিভাবে মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো। উদ্ধারকৃত এই অবৈধ ১০০ বোতল ফেন্সিডিল ঘরের টুইয়ের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখে। পরে ফেন্সিডিলসহ দুই নারীকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলাজুড়ে অভিযান চলমান রয়েছে। মাদক নির্মুলসহ যেকোন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ।
পাঠকপ্রিয় খবর সমুহঃ