নুরুল আবছার নিসু, নিজস্ব প্রতিবেদক: একজন বয়স্ক নারীর সৎকার করতে কাউকে না পাওয়ায় রোজা রত: অবস্থায় মুসলিমরা ৬০য়োর্ধ নারীর শেষকৃত্য সম্পাদিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী হিন্দু মৌলবাদী দেশ ভারতে।দেশটি সব সময় মৌলবাদে এগিয়ে থাকা স্বর্তেও মুসলিমরা বেশ সহায়ক মূলক সম্প্রীতির কর্মকান্ডে এগিয়ে তবু ও দেশটি সব সময় খুঁটিনাটি সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ ঘটনা অহরহ হচ্ছে।উগ্র হিন্দু মৌলবাদীরা সব সময় মুসলিমদের দাবিয়ে রাখার অপপ্রয়াসে অবিরত: যাহা সম্প্রতির জন্য রীতিমত হুংকার স্বরূপ।মুসলিমদের মহানূভবতা মৌলবাদের নজরে হামেশা বোধ হয় অমলিন দৃষ্টি। শুভ বোধের কামনা করঁছে সম্প্রতি সহায়করা।
মুসলিমরা সেখানে বেশ বেকায়দায় থাকে সম্প্রতিমূলক দেশ বিনির্মান করতে হলে মন-মানসিকতার পরিবর্তন জরুরী।মুসলিমরা সম্প্রীতিতে এগিয়ে থাকুন এ কামনা করছে বিশ্ব মুসলিমরা।