শেখ নুরুল আবছার নিসু,ব্যূরো চীপ চট্রগ্রাম।
খালেদা জিয়া পদ্মা সেতু ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য এই সেতু নির্মাণ করেছেন। তাই উনার (খালেদা জিয়া) সেতু ব্যবহারে কোন বাধা নাই। এ সময় তিনি বলেন, চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরও নির্দ্বিধায় পদ্মা সেতু ব্যাবহার করতে পারেন। বুধবার (২২ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আ’লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির উদ্যোগে আয়োজিত, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পদ্মা সেতুর অবদান শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় খালেদা জিয়ার বিগত সময়ের একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, আ’লীগ সরকার পদ্মা সেতু নির্মাণ