গবিতাঃ খুঁজে বেড়াই
মোঃ ওবায়েদুল হক
সত্যকে আমি খুঁজে বেড়াই
আকাশে বাতাসে সত্য আসলে কোথায়?
খুঁজে বেড়ায় ঊর্ধ্ব গগনে
সত্যকে আলিঙ্গন করা নিষ্ঠুর বাস্তবতা।
সত্য একটি ঠিকানা বিহীন গন্তব্য
অথচ রয়ে গেছে নয়ন যুগল দূরত্বে
অন্ধ বিবেক দিয়ে খুঁজিলে তাহা
আসবেনা কখনো হৃদয় মন্দিরে।
যে সত্য লুকিয়ে রয়েছে হৃদয় গহীনে
বলিতে পারিনা কখনো নিজেকে ব্যতিরেকে
মিথ্যা তাই বড়াই করে বলে
সত্য তুমি কোথায় আছে লুকিয়ে?